ইংরেজিতে
একটা কথা আছে, The economic
structure of a country depends on the banking system of the country. অর্থাৎ ব্যাংক-ব্যবস্থার ওপর একটি দেশের অর্থনৈতিক কাঠামো নির্ভর করে। চাকরির বাজার আর অর্থনীতির বাজার
যাই বলি না কেন, ব্যাংক
আমাদের দেশে
একটি
বিশাল ক্ষেত্ৰ ।
ক্যারিয়ারের
ক্ষেত্র হিসেবে ব্যাংক বর্তমানে অপ্রতিদ্বন্দ্বী। স্মার্ট ক্যারিয়ার হিসেবে ব্যাংকে চাকরি করার মানসিকতা একটা বিশাল জনগোষ্ঠীর মধ্যে রয়েছে।
এ
পেশায় যেমন আছে সম্মান তেমনি আছে নিরাপদ ভবিষ্যৎ। যুগের সাথে তাল মিলিয়ে চলার মতো সম্মানী আর বিভিন্ন সুযোগ-সুবিধা তো আছেই ।
এ
কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে আমরা দিচ্ছি
* প্রশ্ন
ব্যাংক ।
* ব্যাংক
নিয়োগ সহায়ক গাইড বই ।
* ১০০%
কমন উপযোগী তথ্যবহুল PDF ফাইল